২০১৩ সালে ৩০মে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান পরিচালক ঋতুপর্ণ ঘোষ। দীর্ঘ দিন হয়ে গেছে প্রসেনজিৎ ডাক পাননা ঋতুপর্ণের। এই আফসোস নিয়ে ইনস্টাগ্রামে নিজের মনের কথা ব্যক্ত করলেন তিনি।
প্রসেনজিৎ তার ৩৫ বছরের ক্যারিয়ারে ঋতুপর্ণের পরিচালনায় হাতে গোনা কয়েকটি সিনেমায় অভিনয় করেছিলেন। ৩০মে ঋতুপর্ণের প্রয়াণ দিবসে নতুন করে সেই শূন্যতা আরও একবার স্মরণ করলেন এই তারকা।
প্রসেনজিৎ ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেছেন। শিরোনাম তিনি লেখেন, ‘৮ বছর হয়ে গেছে তার কোনো মেসেজ নেই, বকাঝকা নেই, সাক্ষাৎ হয় না, ঝগড়া হয় না, নতুন নতুন গল্প নিয়ে আলোচনা হয় না। কিন্তু তুই আছিস- আমাদের মনে, আমাদের কথাবার্তায় তুই চির বর্তমান।’
সেই সাথে তিনি দাবি করেন, এই আতিমারির সময় পরিচালকের থাকা খুব জরুরি ছিল। এ সময় তিনি থাকলে তার হাতের জাদুতে চলচ্চিত্র জগত আরও সমৃদ্ধ হতো।