‘উমা’ হয়ে ফিরছেন কাজল

এই তো সেদিন গুঞ্জন রটেছিল সিনেমা জগত থেকে বিরতি নিচ্ছেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অভিনেত্রী কাজল আগরাওয়াল। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম থেকেও এমন তথ্য ছড়িয়েছিল।

তবে কাজল এই গুঞ্জন আর দীর্ঘয়িত হতে দিলেন না। নিজেই ঘোষণা দিলেন আসন্ন সিনেমার। খুব শিগগিরই তাকে ‘উমা’ শিরোনামের একটি সিনেমায় দেখা যাব। আর তা পোস্ট করে জানালেন তার ইনস্টাগ্রামে।

বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী, ‘উমা’ সিনেমাটি পারিবারিক গল্প নিয়ে নির্মিত। বিবাহের জন্য দুটি পরিবার একত্রিত হবে, বিয়েতে অপরিচিত ‘উমা’ ওরফে কাজলের আগমনে ছবিটির গল্প এগিয়ে যাবে।

সিনেমাটি পরিচালনা করবেন তথাগত সিংহ। প্রযোজনায় আছেন অভিষেক ঘোষ ও মন্ত্ররাজ পালিওয়াল। তবে কাজল ছাড়া এই সিনেমায় আর কে কে অভিনয় করেছেন তা এখনো জানা যায়নি।

সর্বশেষ এই তারকাকে দেখা গেছে ‘মুম্বাই সাগা’ ছবিতে। ‘মুম্বাই সাগা’ ছবিতে প্রধান চরিত্রে আরও অভিনয়ে ছিলেন জন আব্রাহাম ও ইমরান হাশমি।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন