টলিউডে পাড়ায় নির্বাচনের আমেজ। ইতিপূর্বে টলিউডের ছোট পর্দার এবং বড় পর্দার তারকাদের দেখা গেছে নির্বাচনের সাথে সম্পৃক্ত হতে। আবার কেউ কেউ দলের সদস্য না হয়েও দলকে ভালোবেসে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আবার কেউ কেউ রাজনীতির মাঠে না নেমেও জনসমাগম কিভাবে টানতে হয় সেটাও জানেন।
টলিউড তারকা জিৎ তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, অভিনেতা একটি মঞ্চে দাঁড়িয়ে আছেন। চোখে চশমা এবং নীল রংয়ের ব্লেজার পরে আছেন। জিৎ এর হাতে মাইক এবং মাইক নিয়ে কথা বলতেই চিৎকারে ফেটে পড়লেন অসংখ্য শ্রোতা। নায়ককে দেখার জন্য শত শত মানুষ এসে হাজির হয়েছেন।
তবে এই অভিনেতা কোনো রাজনীতির কাজে মঞ্চে উঠে বক্তৃতা দিতে যান নি বরং গিয়েছিলেন মুর্শিদাবাদে একটি মলের উদ্বোধনের কাজে।
শীঘ্রই এই অভিনেতাকে “বাজি” ছবিতে দেখা যাবে। এ ছবিতে তার বিপরীতে দেখা যাবে মিমকে। প্রথমবার একসাথে এই জুটি কাজ করতে যাচ্ছেন । ২০২০ সালে “অসুর” সিনেমায় শেষ জিৎকে দেখা গিয়েছিল।