ঈদ নাটকে মোশাররফ ও শবনম

আশরাফুজ্জামান এর রচনা ও পরিচালনায় ‘আলাদিন চাচার রাজনৈতিক দৈত্য’ শিরোনামে নাটকে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা মোশাররফ করিম ও শবনম ফারিয়াকে।

এই নাটকে মোশাররফ করিম আলাদিন চাচা চরিত্রে অভিনয় করছেন। আলাদিন চাচা পেশায় একজন স্কুলশিক্ষক, নিঃসন্তান মানুষ। দিনের অধিকাংশ সময় তিনি রূপকথার গল্প পড়ে কাটিয়ে দেন। গল্প পড়ে রূপকথা ও বাস্তবতার মাঝে পার্থক্য খুঁজে বেড়ান।

অন্যদিকে নাটকটিতে শবনমকে একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। রূপকথা নিয়ে আলাদিন চাচার লেখা একটি প্রবন্ধ পড়ে ভূতনগর গ্রামে যান তিনি। এভাবেই গল্পটি এগিয়ে যাবে।

অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকমকে মোশাররফ করিম বলেন, ‘ব্যতিক্রমী একটি গল্প। নাটকের গল্পে আমি মানুষের নানামুখী পরিচয় খুঁজে পাই। রহস্যের জট খুলতে গিয়ে অনেক কিছুই নতুন করে উপলব্ধি করি। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে।’

মোশাররফ ও শবনম ছাড়াও আরো অভিনয়ে আছেন আমিন আজাদ, হাসিমুন, শেখ মাহবুব, বরুণ, আলামিন সবুজ ও সেকেন্দার প্রমুখ। কোরবানির ঈদে নাটকটি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন পরিচালক।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন