নির্মাতা রায়হান রাফির পরিচালনায় সিনেমা ‘পরাণ’ আরও আগেই মুক্তির পরিকল্পনা থাকলেও, করোনা পরিস্থিতির কারণে আটকে গিয়েছে ছবিটি।
‘পরাণ’ একটি ত্রিভুজ প্রেমের গল্প। এতে অভিনয়ে আছেন বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহান ও শরিফুল রাজ।
ছবি সম্পর্কে পরিচালক রাফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘শিগগিরই ছবিটি সেন্সর বোর্ডে জমা দেবো আমরা। কোরবানির ঈদে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা করেছি।’
লাইভ টেকনোলজিসের প্রযোজনায় নির্মিত এই ছবিটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যকার শাহ্জাহান সৌরভের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্যও লিখেছেন রাফি।
‘দহন’ খ্যাত নির্মাতা রাফির আরেকটি সিনেমা ‘দামাল’ এ অভিনয় করেছেন মিম ও শরিফুল রাজ। ইতিমধ্যেই সিনেমাটির দৃশ্যধারণ শেষ হয়েছে।
এছাড়াও চলতি সপ্তাহে মুক্তি পেয়েছে রায়হান রাফির ওয়েব সিরিজ ‘ডার্ক সাইড অব ঢাকা’। সিরিজটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।