টেলিভিশন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা এখন টেলিভিশন পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করছেন। খুব শিগগিরই তাকে অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমায় দেখা যাবে। এই সিনেমায় মিথিলার বিপরীতে অভিনয় করবেন নিরব হোসেন।
মিথিলা এবার তার অনুরাগীদের জন্য আরো সুখবর দিলেন। আসন্ন ঈদে বেশ কয়েকটি নাটকে দেখা যাবে মিথিলাকে। এর মধ্যে একটি হল ‘বিয়িং ওম্যান’ নাটকটি যা রচনা করেছেন মুনতাহা বৃত্তা এবং পরিচালনা করেছেন হাসান রেজাউল।
অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনকে হাসান রেজাউল জানিয়েছেন, ‘নাটকের গল্পটা ক্ল্যাসিক্যাল। এটা মধ্যবিত্ত সংসারে প্রায়ই দেখা যায়। একজন নারী কিভাবে সংসার ও পেশার চাহিদা পূরণ করে চলেন, তা-ই উঠে আসবে। মিথিলাকে সেই ভূমিকাতে দেখা যাবে।’
এই নাটকে মিথিলার স্বামীর চরিত্রে দেখা যাবে ইরফান সাজ্জাদকে। আসন্ন ঈদে আর টিভির পর্দায় নাটকটি সম্প্রচারিত হবে।