‘ইস্কাবন’ চলচ্চিত্রে নবাগত সঞ্জু

‘ইস্কাবন’ চলচ্চিত্র দিয়ে টালিউডের চলচ্চিত্র অঙ্গনে পা রাখতে যাচ্ছেন নবাগত সঞ্জু।

জঙ্গলমহলের প্রেম, ষড়যন্ত্র, খুন, বিস্ফোরণ আর রাজনীতি নিয়ে ‘ইস্কাবন’ চলচ্চিত্রের গল্প। মনদীপ সাহার পরিচালনায় এই চলচ্চিত্রে সঞ্জুকে এক অভিনব চরিত্রে দেখা যাবে।

‘ইস্কাবন’ চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে সঞ্জু বলেন, “’ইস্কাবন’ আমার প্রথম ছবি। ‘এসএমডি এন্টারটেনমেন্ট’-এর তরফ থেকে প্রযোজক এস কে আবদুল লালন, লেখক রাধামাধব মণ্ডল আর পরিচালক মনদীপ সাহার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। কখনও মনে হয়নি এটি আমার প্রথম বড় ছবি।“

সঞ্জু জানান, ইস্কাবন চলচ্চিত্রে আর্মি অফিসার শিবের চরিত্রে অভিনয় করবেন তিনি। চরিত্রটি প্রসঙ্গে তিনি বলেন, “তার কাছে তার ভালোবাসা, তার স্বপ্ন, তার আদর্শ সব কিছুই তার দেশ। খুব চ্যালেঞ্জিং চরিত্র।“

চলচ্চিত্রে কাজ করার আগে মঞ্চে এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন সঞ্জু। তবে অভিনয়কে অনেকটাই সহজাত মনে করেন, এর জন্য প্রাতিষ্ঠানিক কোনো প্রশিক্ষণ নেননি বলে জানান তিনি।

সঞ্জু বলেন, “সিনেমা আমার জীবনের অনেকখানি জুড়ে রয়েছে। ছেলেবেলায় পড়াশুনো ফেলে বাড়ি পালিয়ে বড় পর্দার ছবি দেখতে যেতাম। সিনেমার প্রতি প্রেমটা আমার ছোট থেকেই। ক্যারিয়ার নিয়ে সচেতন হওয়ার পর বুঝতে পারি এটাই আমার ভালো লাগা আর ভালো থাকার জায়গা।“

ভবিষ্যত কাজ প্রসঙ্গে এখনই মুখ খুলতে রাজি হননি তিনি।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন