লোকগান গেয়ে নিজের পরিচয় তৈরি করে নিয়েছিলেন ইলমা বখতিয়ার। তবে এতোদিন যাবত অন্য শিল্পীদের গান গাইছিলেন তিনি। এবার ইলমা নিজের প্রথম মৌলিক গান নিয়ে হাজির হলেন। প্রকাশ হয়েছে ইলমার ‘পিরিতের কাতর’ শিরোনামের মৌলিক গান।
বেশকিছু দিন আগে আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে ঈদ উপলক্ষে ভিডিওসহ গানটি প্রচার করা হয়েছে। ‘পিরিতের কাতর’ গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সুরকার বেলাল খান।
ইলমা বখতিয়ার তার ফেসবুকে লিখেছেন, ‘আমার প্রথম মৌলিক গান ”পিরিতের কাতর”।’ তিনি জানিয়েছিলেন গানটি আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। ১৭ মে গানটি মুক্তি পাওয়ার পর এখন পর্যন্ত ভিউ হয়েছে ৪৫ হাজার।