ইরফান খানের ছেলের অভিষেক

অনুষ্কা প্রযোজিত ‘কালা’ ছবির মাধ্যমে বলিউডে পা রখেছেন প্রয়াত ইরফান খানের ছেলে বাবিল। এই ছবিতে বাবিলের সঙ্গে দেখা যাবে তৃপ্তি দিমরি ও বাঙালি অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে।

সম্প্রতি ‘পিকু’ সিনেমা থেকে অমিতাভ এবং ইরফানের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বাবিল। শুটিংয়ের ফাঁকে তোলা এই ছবিতে দেখা যাচ্ছে অমিতাভ ও ইরফান একে অপরকে জড়িয়ে ধরেছেন, বিগ বিকে চুমু দিচ্ছেন ইরফান। ছবিটি শেয়ার করে বাবিল শিরোনাম লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় কটু কথা শুনে তার রাগ হলেও আজকাল দ্রুত সেসব কাটিয়ে ওঠেন তিনি। কারণ তিনি উপলব্ধি করেছেন তার বাবার অনুরাগীরা উদার এবং তারা তাকেও ঠিক কতোটা ভালোবাসেন যতটা ইরফানকে ভালোবাসতেন। তাই, নিন্দুকের কুরুচিপূর্ণ সব মন্তব্য তিনি আর গুরুত্ব দেন না।

বাবিল আরও লেখেন, তিনি আপ্রাণ চেষ্টা করবেন নিজের কাজ ও ধৈর্য দিয়ে তার বাবার ভক্তদের গর্বিত করতে।
ভবিষ্যতে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করতে চান বলেও জানিয়েছেন ইরফান-তনয়।

উল্লেখ যে, তার আপকামিং ‘কালা’ সিনেমার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে প্রশংসা করেছেন অমিতাভ বচ্চন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন