ঢালিউডের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। প্রধানত খল চরিত্রে অভিনয়ের জন্য তিনি ভীষণ জনপ্রিয়। প্রচুর সিনেমা করার দিক থেকে তার বিশ্বরেকর্ডও রয়েছে। সিনেমার সংখ্যার দিক থেকে ওয়ার্ল্ড ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো অভিনেতা মিশা সওদাগরকে টপাকাতে পারেননি। ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত নয় শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।
এবার তবে কি হাঁপিয়ে উঠেছেন অভিনেতা? কেননা নিউজ বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, এখন অবসরে যেতে চান। এর আগেও এই অভিনেতাকে অভিনয় ছেড়ে দেয়ার কথা বলতে শোনা গেছে। এবার কি তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন?
অভিনেতার হাতে যে অসমাপ্ত কাজগুলো রয়েছে সেগুলো শেষ করে চলে যাবেন যুক্তরাষ্ট্রে। স্থায়ীভাবে সেখানে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ বিষয়ে সাক্ষাৎকারে অভিনেতা আরো বলেন, ‘টানা কাজ করে হাঁপিয়ে উঠেছি। বলতে গেলে জীবনের পুরো সময়টা চলচ্চিত্রেই দিলাম। ভালোবাসাও পেয়েছি মানুষের। এবার একটু অবসর দরকার। জীবনের বাকি সময়টুকু আমি আল্লাহর ইবাদত করে কাটাতে চাই। আমার ভক্তদের কাছে দোয়া চাই।’