নয় বছর পূর্ণ হলো আয়ুষ্মান খুরানা অভিনীত সিনেমা ‘ভিকি ডোনার’-এর। এই ছবির মাধ্যমে প্রশংসা এবং সফলতা দুটোই অর্জন করেছিলেন অভিনেতা। এর অভূতপূর্ব সাফল্যের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি আয়ুষ্মানকে।
বর্ষপূর্তি উপলক্ষে আয়ুষ্মান ছবিটি নিয়ে তার অনুভূতির কথা জানিয়েছেন। ছবিটি মুক্তির পর তিনি উদ্বেগে ছিলেন যে দর্শক তাকে নায়ক হিসেবে গ্রহণ করবে কি না। আয়ুষ্মান বলেছেন, ‘ নয় বছর পার হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে গতকালের কথা। আমি আজও ছবি মুক্তির দিন উৎকন্ঠায় থাকি। ভিকি ডোনার ছবির চিত্রনাট্যের ওপর আমার সম্পুর্ণ আস্থা ছিল। কিন্তু মূল অভিনেতা হিসেবে আমাকে নিয়ে দর্শকের নানা প্রতিক্রিয়া আমাকে চিন্তায় ফেলে দেয়।’
এই অভিনেতা আরও বলেন, ‘আমার পরিবার এবং বন্ধুদের সব ফোন কল আমার মনে আছে। তারা সবসময় বলত, দর্শক আমাকে পছন্দ করবে, কারণ আমি আমার সেরাটা দিয়েছি। আমি ইন্ডাস্ট্রির বাহির থেকে এসেছিলাম। আমি তখন নিজে নিজেই নিজের ভাগ্য লেখা শুরু করেছিলাম। আমার জন্য কি অপেক্ষা করছে তা দেখার তর সইছিলো না। আমি সবকিছুর জন্য ভিকি ডোনার টিমের কাছে কৃতজ্ঞ।’
আয়ুষ্মান খুরানাকে পর্দায় শেষ দেখা গেছে সুজিত সরকার পরিচালিত ‘গুলাবো সিতাবো’ সিনেমাতে। এই ছবিতে তার সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চন।