এক শিশুর প্রাণ বাঁচিয়ে আবার আলোচনায় আনুষ্কা-বিরাট দম্পতি। কোভিড পরিস্থিতির এই সময়ে ৭ কোটি রুপির ত্রাণ তহবিল গঠন করেছিলেন এই দুই তারকা। এবার তারা পাশে দাঁড়ালেন আয়াংশ গুপ্তের। জন্ম থেকেই আয়াংশ স্পাইনাল মাসকুলার এট্রোফি (এসএমএস) রোগে আক্রান্ত। আয়াংশের চিকিৎসায় প্রয়োজন একটি ওষুধ, যার দাম ১৬ কোটি রুপি। আয়াংশের বাবা-মার পক্ষে এই টাকা সংগ্রহ করা অসম্ভব।
ছেলের জন্য সাহায্য চাইতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন আয়াংশের বাবা-মা। সাহায্যের সেই পোস্ট ভাইরাল হতেই নজরে আসে বিরুষ্কার। ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী অনুষ্কা শর্মা আয়াংশের জন্য তহবিল গঠন করেন। সেখানে নিজেরাও অর্থ দেন। সবার প্রচেষ্টায় ১৬ কোটি রুপি জমা হয়েও যায়!
আয়াংশের জন্য যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়াংশের বাবা-মা। বিশেষ করে আনুষ্কা-বিরাটকে ধন্যবাদ জানাতে ভুলেননি তারা, টুইটারে লিখেছেন, ‘জীবন যুদ্ধের এই ম্যাচে ছক্কা হাঁকাতে তাদের সাহায্য করেছেন বিরুষ্কা।’