ভক্তদের মাঝে বিটিএস দিল নতুন এক চমক। এই দলের দ্বিতীয় ইংরেজি গান ‘বাটার’ সম্প্রচারিত হওয়ার পর গানটি জনপ্রিয়তা পায় গোটা বিশ্বে।
৯ জুলাই এই দলটি তাদের নতুন অ্যালবাম নিয়ে হাজির হচ্ছে এমনটাই জানা গেছে কোরিয়ান গণমাধ্যম স্পো-টিভির খবরে।
৯ জুলাই হচ্ছে ‘আর্মি ডে’। বিটিএস ভক্তদের (যাদের বিটিএস আর্মি নামে ডাকা হয়) জন্য উৎসর্গ করে ২০১৪ সালে দিনটি ঘোষণা করে বিটিএস। বিটিএস’র প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘আমাদের শিল্পীদের পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পরই আমরা এটা জানিয়েছি।
গত ২৫ মে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছিল, বিটিএস’র সিঙ্গেল ট্র্যাক ‘বাটার’ গানটি ইউটিউব প্রিমিয়ারে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। প্রিমিয়ারে একসঙ্গে গানটি উপভোগ করেছিল ৩৯ লাখ দর্শক। এর আগের রেকর্ডটাও অবশ্য বিটিএস’র ছিল (ডায়নামাইট- ৩০ লাখ দর্শক) একসঙ্গে দেখেছিল।
২৪ মে ‘বাটার’ গানটি ২৪ ঘন্টায় ১০ কোটি ৮২ লাখ দর্শক দেখেন যা আরেকটি রেকর্ড। তবে আসছে ৯ জুলাই আবারও কি রেকর্ড গড়তে চলছে? তাই দেখার অপেক্ষায় আছে বিটিএস অনুরাগীরা।