আসছে ‘পোড় খাওয়া অনুভূতির গান’

লুৎফর হাসান ও সিঁথি। ছবি : সংগৃহীত

কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার ও উপন্যাসিক লুৎফর হাসান কয়েকদিন আগে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ‘শিসপ্রিয়া’খ্যাত কণ্ঠশিল্পী অবন্তী সিঁথির সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘শানের শুটিং সেট থেকে এই ছবি। সহসাই দারুণ কিছু সংবাদ দেবো আমরা।’

কি সেই সংবাদ? একই পোস্টে ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ গানের স্রষ্টা লুৎফর জানিয়েছিলেন কি সেই সুখবর, ‘আমাদের একটা প্রিয় গান আসছে। গানের নাম ‘‘কেমন আছো বন্ধু তুমি’’। সেটার ভিডিও হয়ে গেছে।’

গানটি লুৎফর হাসানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। যদিও তার দিনতারিখ এখনো ঠিক হয়নি। গানের কথা ও সুর করেছেন তিনি নিজেই। মিউজিক ভিডিওর সম্পাদনার কাজ চলছে বলে জানিয়েছেন তিনি। ভিডিও পরিচালন করেছেন শান সায়েক এবং সংগীত আয়োজনে ছিলেন আমজাদ হোসেন ।

নতুন গান প্রসঙ্গে এই সংগীতশিল্পী থ্রিসিক্সটি বিনোদনকে জানিয়েছেন, ‘গানটা আসলে এমন এক পোড় খাওয়া অনুভূতির গান, যে অনুভূতি প্রায় সবার মধ্যেই আছে। নিজের প্রিয়জন অন্যঘরে অন্যকারো সাথে। বাঙালির চিরায়ত এই দুঃখ উঠে এসেছে পুরো গানে।’

তিনি আরো জানান, ‘গান নিয়ে আমার আসলে প্রত্যাশা থাকে না, আমি মনে করি এটা আমার কাজ। কাজটা যত্ন নিয়ে করে যাচ্ছি। বাকিটা প্রকাশ পাবার পর বুঝবো।’

২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ছয় শতাধিক গানে কাজ করেছেন লুৎফর হাসান। ২০১১ সালে বের হয় তার তুমুল জনপ্রিয় একক অ্যালবাম ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’। এটি ছিল তার প্রথম একক অ্যালবাম। অন্যদিকে ২০০৬ সালে ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ দিয়ে সিঁথির যাত্রা শুরু। ২০১৮ সালে ভারতীয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’ (বাংলা) থেকে জনপ্রিয়তা পান।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন