গত বছর মুক্তি পেয়েছিল মেহজাবিন ও অর্পূব অভিনীত নাটক ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’। যা ইউটিউবে প্রকাশিত সর্বোচ্চ জনপ্রিয় নাটকের তালিকায় ছিল। নাটকটি খুব দ্রুতই কোটি ভিউয়ের তালিকার প্রথম দিকে অবস্থান করেছে। দর্শকপ্রিয় এই নাটকটির এবার সিক্যুয়েল নির্মাণ হচ্ছে। নাটকটির নাম এবার ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ আনলিমিটেড’।
আসন্ন ঈদে চমক নিয়ে আবারও হাজির হচ্ছেন মেহজাবিন-অপূর্ব জুটি। যাদের চাপাবাজির অভিনয় দেখে প্রশংসা করেছেন প্রায় দেড় কোটি দর্শক। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী নিজেই জানিয়েছেন এই তথ্য।
সিএমভি’র প্রযোজনায় এবারও নাটকটি লিখেছেন রাজিব আহমেদ। পরিচালনা করবেন রুবেল হাসান। নাটকটির প্রযোজনায় আছেন প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু। আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে নাটকটি প্রকাশ পাবে ইউটিউবে।