২০০৬ সালে ২৩ জুন হৃত্বিক রোশন অভিনীত ‘কৃষ’ সিনেমা মুক্তি পেয়েছিল। সাড়া জাগানো এই সিনেমাটি মুক্তির ১৫ বছর পূর্তি উপলক্ষে এই তারকা ‘কৃষ ৪’ এর কথা ঘোষণা করলেন।
বহুদিন ধরেই এই সিনেমাটিকে ঘিরে চলছে নানা আলোচনা। একাধিক সাক্ষাৎকারে এ তারকা জানিয়েছিলেন ‘কৃষ ৪’ নির্মাণ হওয়ার বার্তা। এসব শুধু মুখে মুখে আলোচনায় উঠে আসলেও এবার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন হৃত্বিক।
২৩ জুন টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন ‘ধুম’ খ্যাত এই তারকা। ভিডিওটিতে দেখা যাচ্ছে কালো রঙের লং কোট পড়ে আকাশপথে উড়ে যাচ্ছেন কৃষ। এ সময়ে মুখ থেকে নিজের মুখোশটি খুলে ছুঁড়ে দেন তিনি। ভিডিওর সঙ্গে শিরোনামে তিনি লিখেছেন, ‘অতীতে যা হওয়ার হয়ে গিয়েছে। দেখা যাক, ভবিষ্যৎ কি নিয়ে আসে।’ সেই সাথে তিনি যুক্ত করেন #15YearsOfKrrish এবং #Krrish4।