আসছে আধিভৌতিক ওয়েব সিরিজ ‘অরা’

আধিভৌতিক গল্প নিয়ে ছয় পর্বের ওয়েব সিরিজ ‘অরা’ নির্মাণ করছেন তানিম পারভেজ।

‘অরা’ ওয়েব সিরিজের গল্প কখনো থ্রিলারধর্মী, আর কখনো ভূতুড়ে। এই সিরিজে কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়ার সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করলেন এম এফ নাঈম। আরও অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, শতাব্দী ওয়াদুদ, অশোক ব্যাপারী, নিশা চৌধুরী প্রমুখ। সিরিজে পার্থ একজন চিত্রকর – যিনি ছবি আঁকতে গিয়ে ছবির মধ্যে বিভিন্ন ক্লু খুঁজে পান।

শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে নাঈম দৈনিক প্রথম আলোকে বলেন, “দোহার ও উত্তরায় টানা শুটিং করছি। প্রতিদিন শুটিং শেষে পার্থদার সঙ্গে আলোচনায় উঠে আসত, গান ও নাটকের কথা। পার্থদা গান শোনাতেন। পরেই আবার আড্ডায় স্থান পেত অনেক বিষয়। খুব আরামে শুটিং করেছি। অনেক সময় নতুন অভিনয়শিল্পী দাঁড় করিয়ে দেওয়া হয়। সেই জায়গা থেকে এটি ব্যতিক্রম। চমৎকার সব অভিনয়শিল্পী ছিলেন। সবাই পারফর্মার হওয়ায় ভালোভাবে কাজটি শেষ করেছি।“

‘অরা’ ওয়েব সিরিজে মারুফ রেহমান ও তানিম পারভেজের গল্পে চিত্রনাট্য লিখেছেন ইমতিয়াজ হাসান। সিরিজটি ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম বায়োস্কোপ অরিজিনালে মুক্তি পাবে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন