‘মহানগর’ ওয়েব সিরিজের সাফল্যের পর আশফাক নিপুণ আবারও ফিরছেন একটি ভিন্নধর্মী গল্প নিয়ে। এবার তিনি ওটিটি প্লাটফর্ম হইচই-এ ওয়েব সিরিজ ‘সাবরিনা’ নিয়ে আসছেন।৮ মার্চ নারী দিবসে হইচই-এর ফেসবুক পেজে আশফাক নিপুনের নতুন এই ওয়েব সিরিজের টিজার প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘এই গল্পটা শুধু সাবরিনার নয়, এই দেশের, এই সমাজের প্রত্যেকটা নারীর…’
‘সাবরিনা’ সিরিজে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও নাজিয়া হক অর্ষা। প্রকাশিত টিজারে তাদের চরিত্রের একঝলক দেখানো হয়েছে। সেখানে সাদা এপ্রোন গায়ে জড়াতে দেখা যায় মেহজাবীনকে আর অর্ষাকে দেখা যায় ড্রেসিং টেবিলের সামনে কিছু খুঁজতে। দুজনেরই নামই সাবরিনা।
সমাজের ভিন্ন দুই স্তরের দুজন নারী, সাবরিনার মাধ্যমে সমাজের সব নারীর অবস্থান ফুটিয়ে তোলা হয়েছে আশফাক নির্মিত ওয়েব সিরিজ ‘সাবরিনা’য়।
সিরিজটিতে আরো অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, হাসান মাসুদ, রুনা খান, ইয়াশ রোহান, ডা. এজাজ, ফারুক আহমেদ, মনির খান শিমুল, নাদের চৌধুরী, সৈয়দ জামান শাওন প্রমুখ।