আলোচিত অ্যাকশনধর্মী সিনেমা ‘আরআরআর’-তে অভিনয় করছেন আলিয়া ভাট। আর এই সিনেমায় আলিয়ার বিপরীতে অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণ। গুঞ্জন উঠেছিল এই সিনেমায় অভিনয় করার জন্য প্রতিদিন বাংলাদেশি টাকায় ৬০ লাখেরও বেশি পারিশ্রমিক পাচ্ছেন আলিয়া।
তবে সিনেমা নিয়ে এবার নতুন গুঞ্জন, এই সিনেমার একটি গানের শুট হবে হায়দ্রাবাদের রামুজি ফিল্ম সিটিতে। আলিয়া অভিনীত এই গানের দৃশ্যের পেছনে ব্যয় হচ্ছে তিন কোটি রুপি। খবরটি জানিয়েছে ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম বলিউড হাঙ্গামা। খবরটি সত্যি হলে এটিই হতে যাচ্ছে ভারতে এখন পর্যন্ত চিত্রায়িত সবচেয়ে ব্যয়বহুল গানের শুট। বিশাল এক জমিতে শুট করা হবে গানটির, যেখানে পোশাকের পেছনেই ব্যয় হচ্ছে এক কোটি রুপি।
‘আরআরআর’ সিনেমাটি রচনা ও পরিচালনা করছেন এস এস রাজমৌলি। এই সিনেমায় দেখা মিলবে জুনিয়র এনটিআর ও অজয় দেবগনের।
সিনেমার গল্প ভারতের স্বাধীনতা যোদ্ধা আল্লুরি সিতারামারাজু এবং কমরাম ভীমকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তারা ব্রিটিশ রাজবংশ এবং হায়দ্রাবাদের নিজামের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।