কিডনি জটিলতায় ভোগা সঙ্গীতশিল্পী আলিফ আলাউদ্দীনের সফল অস্ত্রোপচার হয়েছে।
১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় পাঁচ ঘণ্টার অস্ত্রোপচার শেষে আলিফকে পোস্ট–অপারেটিভ কেয়ারে রাখা হয়েছিল। পরদিন দুপুরে তাকে কেবিনে স্থানান্তরিত করা হয় বলে দৈনিক প্রথম আলোকে জানান তার স্বামী সংগীতশিল্পী কাজী ফয়সাল আহমেদ।
ফয়সাল বলেন, “এখনো চিকিৎসকের পর্যবেক্ষণে আছে আলিফ। ডায়ালাইসিস শুরু হয়েছে। অস্ত্রোপচার শেষে আলিফের একটি কিডনি অপসারণ করা হয়েছে। আরেকটি কিডনির অবস্থাও খুব একটা ভালো না। সবাই ওর জন্য দোয়া করবেন।“
এর আগে ফয়সাল জানিয়েছিলেন, পলিসিস্টিক কিডনি ডিজিজে আক্রান্ত আলিফের দুটি কিডনিই ৯০ ভাগ কার্যক্ষমতা হারিয়েছে। ১১ বছর ধরে কিডনি জটিলতা এবং এর প্রভাবে নানা ধরনের সমস্যায় ভুগছিলেন এই সংগীতশিল্পী। কিডনি প্রতিস্থাপন ছাড়া কোনো উপায় না থাকায় চিকিৎসকদের পরামর্শে দ্রুত অস্ত্রোপচারের দরকার হয় বলে জানান ফয়সাল।
আলিফ আলাউদ্দীনের বাবা দেশের প্রখ্যাত সঙ্গীত পরিচালক আলাউদ্দীন আলী। দুই দশক ধরে আলিফ গান গাওয়ার পাশাপাশি গানের অনুষ্ঠান উপস্থাপনা করে আসছেন। একুশে টেলিভিশনে তার উপস্থাপনায় ‘ভার্জিন তাকধুম তাকধুম’ অনুষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।