আলাদা হচ্ছেন না জেনিফার লোপেজ ও অ্যালেক্স রুদ্রিগজ

সোশ্যাল মিডিয়ায় গুনজন রটেছিলো জেনিফার লোপেজ ও অ্যালিক্স রদ্রিগেজ পৃথক হতে যাচ্ছেন। দীর্ঘ দিনের সম্পর্ক পরিণত হতে যাচ্ছে বিচ্ছেদে । কিন্তু কেন এই পরিণতি সে বিষয়ে এখনো কোনো সুনিশ্চিত ভাবে জানা যায় নি।

সম্প্রতি হলিউড গণমাধ্যমের সূত্র ধরে জেনিফার লোপেজ ও অ্যালেক্স যৌথ ভাবে জানিয়েছেন এটা একটি মিথ্যে গুজব। মিথ্যা ঘটনা রটানো হয়েছে। তারা এখনও একসাথেই আছেন।

এই দম্পতি আরও জানিয়েছেন,’আমরা এখনো একসাথেই আছি। আমরা কিছু বিষয় নিয়ে একসাথে কাজ করছি।’ এর আগেও এই জুটির ভাঙন নিয়ে নানা কথা উঠে আসে কিন্তু তারা অফিসিয়ালি আলাদা হননি কখনো এমনটাই দাবি করেছেন।

২০১৭ সালে এই জুটি ঘোষণা দিয়েছিলেন তারা ২০১৯ সালে আনুষ্ঠানিক ভাবে বাগদান সম্পুর্ন করেছেন। খুব তাড়াতাড়ি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। তবে মহামারি কোভিড-১৯ এর জন্য বিবাহের কার্য স্থগিত রাখা হয়েছে। এই দম্পতির চারটি সন্তান রয়েছে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন