দক্ষিণ ভারতীয় অভিনেত্রী কাজল আগরাওয়াল গ্ল্যামার ইন্ডাস্ট্রি থেকে বিরতি নিচ্ছেন- এমন ইঙ্গিতই মিলেছে সম্প্রতি।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এই সিদ্ধান্ত কাজলের নিজের। যদিও অভিনয়ের জন্য পরিবারের সদস্যদের কাছ থেকে যথেষ্ট সমর্থন পান তিনি, যা কাজের প্রতি আগ্রহ তৈরিতে তাকে সাহায্য করে। তবে আর কত দিন অভিনয় জগতে আছেন সে বিষয়ে সন্দিহান কাজল নিজেই।
তিনি আরো জানিয়েছেন, স্বামী গৌতম কিচলু যখনই কাজ ছেড়ে দিতে বলবেন- তখনই তিনি কাজ ছেড়ে দেবেন। সেই সাথে তিনি যুক্ত করেছেন, যেগুলোর জন্য তিনি চুক্তিবদ্ধ সে কাজগুলো শেষ করার অপেক্ষায় আছেন তিনি, কাজ থেমে আছে কোভিড পরিস্থিতির কারণে।
সর্বশেষ এই তারকাকে দেখা গেছে ‘মুম্বাই সাগা’ সিনেমায়। ছবিতে প্রধান প্রধান চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম, ইমরান হাশমি প্রমুখ।