আর্জেন্টিনার জার্সি পরে, ব্রাজিলের খেলা দেখবেন মাহি

কোপা আমেরিকায় ফাইনালে পৌঁছেছে লিওনেল মেসির দল আর্জেন্টিনা। এ নিয়ে আর্জেন্টিনা ভক্তদের আনন্দের শেষ নেই। ৭ জুলাই টান টান উত্তেজনার সেমিফাইনালে ট্রাইবেকারে কলম্বিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা। এ সুবাদে ফাইনালে আর্জেন্টিনা খেলবে ব্রাজিলের সঙ্গে। আর তাই আর্জেন্টিনা ভক্তদের উত্তেজনারও শেষ নেই! এই তালিকায় আছেন ঢালিউড চিত্রনায়িকা মাহিয়া মাহিও।

মাহি শিরোপার লড়াইয়ের চূড়ান্ত এই ম্যাচ ব্রাজিল ভক্তদের সঙ্গে বসে উপভোগ করবেন বলে জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

নিজের ফেসবুকে মাহিয়া লেখেন, ‘ইনশাআল্লাহ ফাইনালে ব্রাজিলিয়ানদের সাথে বসে আর্জেন্টিনার টি-শার্ট পরে খেলা দেখবো। বুক ভরা আশা নিয়ে এখন ঘুমাইতে গেলাম।’

আগামী ১১ জুলাই (রবিবার) বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে কোপা আমেরিকার এ আসরে শিরোপা নির্ধারণী হাড্ডাহাড্ডি লড়াই।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন