বিগ বস-১৪ এর লাস্ট সিজনের সুবাদে চর্চায় উঠে আসা অভিনেত্রী আরশি খানের সাথে ঘটে গেল এক দুর্ঘটনা। ১৯শে এপ্রিল সোমবার মুম্বাইয়ের বিমানবন্দর থেকে এক ভক্ত তার কাছে ছবি তুলতে আসে। প্রথা মেনেই সেলফি তোলার পর অভিনেত্রীর হাত টেনে চুম দিয়ে পালিয়ে যান ভক্ত। সেখান থেকেই নিমেষেই গায়েব হয়ে যান সেই যুবক। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পরেছে।
কয়েক সেকেন্ড নিশ্চুপ হয়ে ছিলেন অভিনেত্রী। এরপর আরশি বলে উঠেন, ‘আরে দাইয়া’৷ এই দৃশ্য দেখে সাংবাদিকরা বলে উঠেন, ‘এটা কী হলো ম্যাডাম!’ ভিডিওতে অভিনেত্রীকে বলতে শোনা যায়,’ছাড়ো বাদ দেও, চলো এগিয়ে যাই’। প্রসঙ্গটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন এই অভিনেত্রী। তবুও মশকরা করতে ছাড়েননি পাপারাজ্জিরা।
অভিনয় এবং মডেলিংয়ের পাশাপাশি কংগ্রেস দলের সদস্যপদও গ্রহণ করেছেন আরশি। সম্প্রতি ওটিটি প্লাটফর্মে ‘রাত কি বেগমজান’ হিসাবে দেখা মিলেছে আরশির, একটি পাঞ্জাবি মিউজিক ভিডিওতে কাজ করেছেন এই অভিনেত্রী।