“আমি হোটেলেও চাকরি করেছি”

বলিউড অভিনেতা আর্দশ গৌরব এর আগেও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য শাহরুখ খানের “মাই নেম ইজ খান” ছবিতে শাহরুখ খানের ছোট বেলার দৃশ্যে অভিনয় করেছিলেন। প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর “মম” সিনেমায়ও তাকে অভিনয় করতে দেখা গেছে। তবে জীবনের মোড় যেনো ঘুড়িয়ে দিল একটি সিনেমা।

“দ্য হোয়াইট টাইগার” এ অভিনয়ের জন্য বিশ্বসেরা মনোনয়ন পেয়েছেন আদর্শ গৌরভ। এ সিনেমায় গৌরব ছাড়াও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকেও অভিনয় করতে দেখা গেছে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, বলরাম চরিত্রের জন্য তাকে অনেক কষ্ট করতে হয়েছে ।
তিনি জানান , ড্রাইভারের কাজ করতে চেয়েছিলাম কিন্তু অভিজ্ঞতা না থাকায় কেউ কাজে নেয়নি। অবশেষে বিহারের এক পড়শির সাথে তাদের গ্রামে চলে যাই দু’সপ্তাহের জন্য।সেখান থেকে দিল্লিতে, রাস্তার ধারে এক হোটেলে চাকরি নেই,এই কাজের ক্ষেত্রে কোনো কাগজপত্রের প্রয়োজন ছিল না। ১০/১২ ঘন্টা কাজ করে ১০০ রূপি পেতাম।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন