আবার আসছে ব্যাচেলর পয়েন্ট!

এ সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট ‘। এক ঝাঁক তারকা নিয়ে নির্মিত এই নাটকটি ইতিমধ্যে জনপ্রিয়তা লাভ করেছে অনেক। সম্প্রতি নাটকটির তৃতীয় সিজন প্রচার শেষ হয়েছে। ধ্রুব টিভিতে প্রচারিত এই নাটকটি সম্প্রচারিত হওয়ার পর শেষ বলে ঘোষণা আসে।

নাটকটির শেষ ঘোষণা শোনার পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় আক্ষেপ এবং সেই সাথে ক্ষোভ প্রকাশ করেছেন নাটকটির দর্শকরা।

এক অনলাইন সাক্ষাৎকারে নাটকের পরিচালক কাজল আরেফিন অমি জানান, ‘আমি কোথাও বলিনি যে ‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ। এর তৃতীয় সিজনটি শেষ। এখন নাটকটি চতুর্থ সিজন নিয়েও ফিরে আসতে পারে অথবা অন্য কোনো মাধ্যমেও ফিরে আসতে পারে। এজন্য অপেক্ষা করতে হবে। আমিও ভাবছি কি করা যায়’।
নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, ফারিহা শাহরিন সহ আরও অনেকেই।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন