প্রযোজক আনন্দ এল রায়ের সিনেমায় আবারও দেখা যাবে অভিনেতা আয়ুষ্মান খোরানাকে। এর আগেও এই প্রযোজকের দুটি সিনেমা ‘শুভ মঙ্গল সাবধান’ ও ‘শুভ মঙ্গল জ্যায়েদা সাবধান’ অভিনয় করেছেন আয়ুষ্মান। দুটি ছবিই বক্স অফিসে তুমুল হিট হয়। এই নতুন ছবিতেও প্রযোজকের আসন সামলাবেন আনন্দ। তাছাড়া এই প্রযোজক-অভিনেতার জুটিকে দর্শক দারুণভাবে গ্রহণ করেছেন।
হিন্দুস্থান টাইমসের খবর, সিনেমাটির পরিচালনার দায়িত্বে থাকবেন নবাগত পরিচালক অনিরুদ্ধ আইয়ার গণপাতি। অনিরুদ্ধ এর আগে আনন্দের সহপরিচালক হিসেবে ‘জিরো’, ‘তনু ওয়েডস মনু রির্টানস’-এর মতো সিনেমায় কাজ করেছেন। সিনেমার শুটিং সংক্রান্ত বিষয়ে জানা গেছে, অনেকাংশই শুটিং হবে আমেরিকার টেক্সাস অঞ্চলে। এছাড়াও নিউইয়র্ক ও তার আশেপাশেও এই সিনেমার শুটিং হবে। নাম ঠিক না হওয়া এই সিনেমায় সম্পুর্ন নতুন রূপে দেখা যাবে ‘ভিকি ডোনার’ খ্যাত আয়ুষ্মান খোরানাকে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছর নভেম্বরে শুরু হবে এই ছবির কাজ।