আফগানিস্তান ইস্যুতে সরব বলিউড

আফগানিস্তানে তালেবান শাসনের উত্থানে সরব হয়ে উঠেছেন বলিউড তারকারা।

গত ১৪ আগস্ট আফগান শিল্পীদের রক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খোলা চিঠি দেন আফগান চলচ্চিত্র নির্মাতা সাহরা কারিমি। ভারতীয় নির্মাতা অনুরাগ কাশ্যপ সেই চিঠি শেয়ার করেন। অভিনেত্রী রিয়া চক্রবর্তী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “সারা বিশ্বে নারীরা যখন সমান অধিকারের জন্য লড়ছেন, তখন আফগানিস্তানের নারীদের বিক্রি করে দেওয়া হচ্ছে। আফগানিস্তানের অবস্থা দেখে কষ্ট পাচ্ছি। বিশ্বনেতাদের অনুরোধ করছি কড়া পদক্ষেপ নেওয়ার জন্য।“

অভিনেত্রী টিস্কা চোপড়া শৈশবের একটি ভিডিও পোস্ট করে লেখেন, “কাবুলে বড় হওয়ার মধুর স্মৃতি আজও মনে আছে। হৃদয়বিদারক ঘটনা ঘটছে। এই সুন্দর কিন্তু কষ্টে থাকা দেশটার জন্য শুভকামনা।“

আফগানিস্তান নিয়ে এক টুইটে পরিচালক শেখর কাপুর লিখেছেন, “আফগানিস্তানের মানুষের জন্য বিশেষ প্রার্থনা করছি। বিদেশি শক্তির ঔপনিবেশিক উদ্দেশ্য পূরণের জন্য একটা গোটা দেশ ধ্বংস হয়ে গেল।“

অভিনেত্রী সোনি রাজদান ভারতের স্বাধীনতা দিবসে লিখেছিলেন, “একটা দেশ যখন স্বাধীনতা উদ্‌যাপন করছে, অন্য একটি দেশ তখন স্বাধীনতা হারাল।“

আফগানিস্তানের শিল্পীদের বাঁচাতে আবেদনে শামিল বলিউড পরিচালক কবির খানও। ‘কাবুল এক্সপ্রেস’ সিনেমা দিয়ে বলিউডে অভিষিক্ত হয়েছিলেন কবির খান। আফগানিস্তানেই শ্যুটিংয়ের সময় স্থানীয় লোকজনের সঙ্গে তাঁর পরিচয় হয়।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন