আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে “নোনাজলের কাব্য”

৪৭তম সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়েছে ‘নোনাজলের কাব্য’। ‘নিউ ডিরেকটরস কম্পিটিশন’ বিভাগ থেকে এই সিনেমাটি আমন্ত্রণ পেয়েছে। ৮ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের সিয়াটলে মর্যাদাপূর্ণভাবে এই উৎসবটি অনুষ্ঠিত হবে ।

“নোনাজলের কাব্য” সিনেমাটি এর আগে ১১টি উৎসবে প্রদর্শিত হয়। এর মধ্যে সিঙ্গাপুর, লন্ডন, কলকাতা, গুটেনবার্গ, টরিনো উল্লেখযোগ্য । এর মধ্যে উল্লেখ্য কলকাতার চলচ্চিত্র উৎসবে নেটপ্যাক অ্যাওয়ার্ড জিতেছে সিনেমাটি ।


তবে ছবিটির মুক্তির বিষয়ে এখনো কিছু জানা যায় নি। প্রথম আলো সূত্রে পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত জানিয়েছেন চলতি বছরে অর্থাৎ ঈদুল ফিতরের পর পরই ছবিটি মুক্তি পাবে।
‘নোনাজল কাব্য’ সিনেমাটিতে জেলেপাড়ার জীবন, সাগরের থাকা মানুষের নিত্য জীবনের কাহিনি ফুটে উঠতে দেখা যাবে।এ ছবিতে অভিনয় করতে দেখা যাবে ফজলুর রহমান বাবু,তিতাস জিয়া, শতাব্দী ওয়াদুদ, অশোক ব্যাপারী সহ আরও অনেককেই।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন