আজ মুক্তি পাচ্ছে ‘শেরশাহ’

আজ ১২ আগস্ট অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি অভিনীত চলচ্চিত্র ‘শেরশাহ’।

১৯৯৯ সালের কারগিল যুদ্ধে ভারতের পক্ষে বীরত্বের সঙ্গে লড়েন ক্যাপ্টেন বিক্রম বাত্রা। বিষ্ণু বর্ধন পরিচালিত নির্মিত ‘শেরশাহ’ চলচ্চিত্রে বিক্রমের ভূমিকায় অভিনয় করেছেন সিদ্ধার্থ। তিনি বলেন, “আমি প্রথমবার এমন এক নায়কের চরিত্রে অভিনয় করলাম, যিনি দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তাই এই ধরনের চরিত্রে অভিনয় করলে অনেক দায়িত্ব আর চাপ বেড়ে যায়। বিক্রম বাত্রার পরিবারের প্রতিক্রিয়া কী হবে, তা নিয়ে আমি রীতিমতো ভয়ে আছি।“

পর্দায় বিক্রম বাত্রা হয়ে উঠতে তাঁর কাছের মানুষদের সঙ্গে সময় কাটিয়েছেন সিদ্ধার্থ। তিনি বলেন, “আমি বিক্রম বাত্রার শারীরিক ভাষা, ব্যক্তিত্ব, আদবকায়দা খুঁটিনাটি সবকিছু জানতে চেয়েছি। ওনার সবকিছু রপ্ত করার চেষ্টা করেছি। এই ছবির জন্য আমাকে আর্মি ট্রেনিং নিতে হয়েছিল। মুম্বাই এবং কারগিল মিলিয়ে ছয় মাসের মতো ট্রেনিং নিয়েছিলাম। কারগিলে ১২-১৪ হাজার ফুট উচ্চতায় আমরা শুটিং করেছি। আর এই উচ্চতায় উঠে মনে মনে ভেবেছিলাম যে কী ভেবে বিক্রম এই পাহাড়ে উঠেছিলেন। আর তখন তাঁর সারা শরীর রক্তে ভিজে গিয়েছিল।“

‘শেরশাহ’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবার কিয়ারা আদভানির সঙ্গে কাজ করছেন সিদ্ধার্থ। কিয়ারা আছেন বিক্রম বাত্রার প্রেমিকা ডিম্পল চিমার ভূমিকায়।

সিদ্ধার্থ বলেন, “কিয়ারা তার অভিনীত চরিত্রের জন্য নিজেকে উজাড় করে দিয়েছে। অত্যন্ত পরিশ্রম করেছে ও। কিয়ারা নিজে পাঞ্জাবি নয়। তাই ডিম্পল চিমার চরিত্রের জন্য ও পাঞ্জাবি উচ্চারণ আলাদা করে শিখেছে।“

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন