আজ পান্জাবি পুত্র ইয়ো যো হানি সিং এর জন্মদিন

ইয়ো যো হানি সিং একজন গায়ক ও সুরকার। আজ তার জন্মদিন উদযাপিত হচ্ছে। দীর্ঘ দিন যাবত বলিউডের গানের জগতে জায়গা করে আছেন তিনি। যার গান ছাড়া পার্টি গুলো অসম্পূর্ণ রয়ে যায়। ইয়ো যো হানি সিং তার গানের ক্যারিয়ারে দিয়েছেন তার মেধা ও পরিশ্রম। তার গানে ছোট থেকে শুরু করো সবাই পছন্দ করে আসছে।

পান্জাবের হোশিয়ারপুর গ্রামে তার জন্ম।  বলিউড জগতে আছেন দীর্ঘ ১৪ বছর। আর এই দীর্ঘ যাত্রায় দিয়েছেন অসংখ্য হিট সব ব্যবসা সফল গান। ২০০১ সালে সেরা গানের জন্য এবং সেরা পাঞ্জাবি ও পরিচালকের জন্য পেয়েছেন অসংখ্য পুরষ্কার। পপ তারকা দিলজিৎ দোসন্ধির সাথে ‘লাক দ্য 24 কুড়ি’ বিবিসি এশিয়ান ডাউনলোড চার্টে প্রথম স্থান ছিলো মে ২০১১ সালে। বেশকিছু দিন থেকে বলিউডে তাকে কোনো গান গাইতে দেখা যায়নি। তার অনুরাগীদের ধারণা ছিল তিনি হয়তো আর কোনো গান গাইবে না।কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে আবার তাকে গান গাইতে দেখা যায়। ‘সাইফ আলি খান এবং ডিপিকা পাড়ুকোন অভিনীত ‘ককটেল’ সিনেমায় গান গাইতে দেখা যায়। এরপর আর তাকে কখনো পিছনে ফিরে তাকাতে হয় নি। ‘চেন্নাই এক্সপ্রেস’ এর ‘লুঙ্গি ড্যান্স’, ‘ইয়ারিয়া’ সিনেমার ‘পানি পানি’, ‘চার বোতল ভোটকা’ সহ সুপার হিট গানগুলো ছাড়া যেনো যেকোনো অনুষ্ঠান অসম্পূর্ণ।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন