শ্যুটিংয়ে গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন।
জানা যায়, সম্প্রতি তামিল পরিচালক মণি রত্নমের ‘পন্নিইন সেলভান’ চলচ্চিত্রের শ্যুটিংয়ের সময় অভিষেকের ডান হাতে আঘাত লাগে। এরপর তাঁকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে বাবা অমিতাভ বচ্চন এবং বোন শ্বেতা বচ্চন তাঁকে দেখতে যান।
অভিষেকের আঘাতের খবরে উদ্বেগ প্রকাশ করেন তাঁর ভক্তরা। তবে বচ্চন পরিবারের কেউ এই প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি।
২১ আগস্ট মুম্বাইয়ের কালিনা প্রাইভেট বিমানবন্দরে হাতে ব্যান্ডেজ নিয়েই স্ত্রী ঐশ্বরিয়া রাই এবং মেয়ে আরাধ্যাকে বিদায় দিতে যান অভিষেক। আসন্ন চলচ্চিত্রের শ্যুটিংয়ের জন্য মধ্যপ্রদেশ যাচ্ছিলেন ঐশ্বরিয়া ও আরাধ্যা। বিমানবন্দরে স্ত্রী-কন্যাকে জড়িয়ে ধরে বিদায় জানান অভিষেক।