‘আগুন’ নিয়ে আসছে ‘অপরাধী’ খ্যাত আরমান আলিফ

‘আগুন’ শিরোনামে একটি নতুন গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আরমান আলিফ। আগামী কোরবানি ঈদ উপলক্ষে ১৫ জুলাই লেজার ভিশনের ব্যানারে প্রকাশ হবে এই গানটি। আরমান আলিফ গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি কথা ও সুরও করেছেন। ‘আগুন’ গানটির সংগীতায়োজন করেছেন সজীব।

‘আগুন’ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে আরমান আলিফ বলেন,’গান তৈরি করা থেকে ভিডিও নির্মাণসহ এর মুক্তি পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠানের যে পরামর্শ, উৎসাহ আর আয়োজন দেখেছি— সেটা একজন জুনিয়র শিল্পী হিসেবে সত্যিই আরামদায়ক।’

তিনি আরো বলেন, ‘আগুন’ গানটি মেলোডি রক। সংগীতায়োজন ছাড়া গানটির সব আয়োজন তিনি নিজেই করেছেন। কথার সঙ্গে মানিয়ে ভিডিও তিনি করেছেন। তার বিশ্বাস, ‘গানটি শ্রোতা-দর্শকদের অন্য রকমের স্বাদ দেবে।’ গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন গীতিকার, সুরকার ও নাট্য নির্মাতা জিয়াউদ্দিন আলম।

‘আগুন’ গানটিতে আলিফের সঙ্গে মডেল হয়েছেন অনিন্দিতা মিমি। উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে ‘অপরাধী’ শিরোনামে গান গেয়ে বেশ আলোচিত হয়েছিলেন আরমান আলিফ।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন