আকাশে উড়ে উড়ে আংটি বদল

দেশের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী মাহবুবা ইসলাম রাখি । ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন।

এরপর ২০১১ সালে বিপাশা হায়াৎ এবং তৌকির আহমেদ পরিচালিত ‘বিস্ময়’ নাটকে অভিনয়ের মধ্যে দিয়ে তার ছোট পর্দায় অভিষেক হয়।

এইবার এই অভিনেত্রী দূর আকাশে আংটি বদল করলেন। শুনে অনেকেই হয়তো অবাক হচ্ছেন, এটা করি করে সম্ভব!

দুবাইয়ে এয়ার বেলুনে এই অভিনেত্রী আংটি বদল করলেন। খবরটি তিনি নিজেই নিশ্চিত করেছেন ফেসবুকের মাধ্যমে। হবু স্বামীর সঙ্গে তোলা কয়েকটি ছবিও শেয়ার করেছেন তিনি।

রাখি লিখেছেন, ‘আমার ভালোবাসা আমার জীবন, তোমার রাজকন্যা হতে পেরে আমি অনেক ভাগ্যবান। আমার স্পষ্ট ভাবে মনে আছে আমাকে লেখা তোমার প্রথম কার্ডের কথা। সিঙ্গাপুর থেকে পার্থে আসার পথে হাস্যকর হাতের লেখায় সেটা তুমি লিখেছিলে।’

রাখি সেই প্রথম দেখা হওয়ার মুহূর্তের কথা স্মরণ করে লিখেছেন, ‘আমার ২৭ তম জন্মদিনে আমাদের দেখা হয় নিউইয়র্কের টাইমস স্কয়ারে।’

অভিনেত্রী সেই সঙ্গে জানান, তার কাছে মনে হয়েছে পুরো পৃথিবীটা আজ যেন তার এই আংটি বদলের অপেক্ষায় ছিল। নিজেকে তিনি ভাগ্যবতী মনে করছেন।

হবু বর সাজ্জাদকে উদ্দেশ্য করে রাখি বলেছেন, ‘তুমি তেমন জীবন সঙ্গী, যাকে আমি সবসময়ই পেতে চাই। ‘

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন