আকাশের নীল রঙে মাধুরী

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় থাকেন মাধুরী দীক্ষিত। বিভিন্ন রঙের আউটফিটে প্রায়ই তাকে নানান ছবি শেয়ার করতে দেখা যায়। হট রেড, পছন্দের গোলাপি রঙ, কখনো বা লেমন রঙের বিভিন্ন ডিজাইনের পোশাকে ছবি শেয়ার করে থাকেন। সম্প্রতি একটি আকাশী রঙের গাউন পোশাকের ছবি শেয়ার করলেন ভক্তদের জন্য।
ছবিটির শিরোনাম তিনি লিখেছেন, ‘ blue skies, high tides and good vibes’

ছবি সংগ্রহ – অভিনেত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন