আইয়ুব বাচ্চু স্মরণে পশ্চিমবঙ্গের কণ্ঠশিল্পীরা

গতকাল ১৬ আগস্ট ছিল বাংলাদেশি কণ্ঠশিল্পী, সুরকার ও গীতিকার আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী। জনপ্রিয়তায় দেশের সীমারেখা তাঁর কাছে কোনো বাধাই হয়ে দাঁড়ায়নি। ৫৯তম জন্মদিনে এই কিংবদন্তিকে স্মরণ করলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পীরা।

কণ্ঠশিল্পী অনুপম রায়ের কাছে আইয়ুব বাচ্চু এক অনুপ্রেরণার নাম। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, “আমার কাছে আইয়ুব বাচ্চু অসামান্য একজন সংগীতশিল্পী, যাঁর তৈরি করা গান মানুষ দীর্ঘদিন মনে রাখবে। কলেজজীবনেই আইয়ুব বাচ্চুর সংগীতের সঙ্গে পরিচয়। সময়টা ছিল ২০০০ সাল। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি কনসার্টে বাচ্চু ভাইকে প্রথম সরাসরি পারফর্ম করতে দেখি। গোটাটাই একটা অসাধারণ অভিজ্ঞতা। আমার নিজের গান তৈরির ক্ষেত্রে তাঁকে নিয়ে খুব সুন্দর স্মৃতি আছে। বাচ্চু ভাইয়ের ক্যাসেট শোনা এবং সেখান থেকে যতটা পারা যায় শিখতাম।“

কণ্ঠশিল্পী সোমলতা আচার্য বলেন, “আপনি আমাদের ছেড়ে গেছেন, রেখে গেছেন আপনার অপার সৃষ্টি। আপনার সেই সৃষ্টি আর স্মৃতির ভেতরেই আমরা এখনো বসবাস করছি। প্রত্যেকে আমরা আপনাকে অনেক মিস করছি। আমাদের বিশ্বাস, এই ভালোবাসার উষ্ণতা আপনাকেও ছুঁয়ে যাচ্ছে। আমরা যাঁরা এই প্রজন্মের মিউজিশিয়ান, তাঁদের মধ্যে আপনি বেঁচে থাকবেন আজীবন। কারণ, আমরা যা কিছুই সৃষ্টি করছি, তার পেছনে রয়েছেন আপনি।“

আইয়ুব বাচ্চুর জন্মদিনে তাঁকে উৎসর্গ করে একটি গান গেয়েছেন ‘সহজিয়া’ ব্যান্ডের কণ্ঠশিল্পী দেব চৌধুরী। তিনি বলেন, ‘‘আইয়ুব বাচ্চুর গিটার আমাদের কাঁদায় হাসায় ভালোবাসায়, এ এক আশ্চর্য মায়াবি সম্মোহন।’’

২০১৮ সালের ১৮ অক্টোবর হৃদরোগে মারা যান এলআরবি ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট আইয়ুব বাচ্চু। এককভাবে ও ব্যান্ডের সঙ্গে অন্তত ৩০টি অ্যালবামে কাজ করেছেন তিনি। এছাড়া চলচ্চিত্রের গানেও তিনি কণ্ঠ দিয়েছেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন