প্রয়াত অভিনেতা সুশান্ত সিং ২০২০-এর ১৪ জুন রবিবার মুম্বাইয়ে নিজ বাড়িতে আত্মহত্যা করেন। তরুণ এই অভিনেতার এমন মৃত্যু মেনে নিতে পারেনি তার পরিবার, অনুরাগী ও ভক্তরা। সবার মনেই প্রশ্ন ছিল এবং এখনো আছে- কেন তিনি নিজেকে এভাবে শেষ করে দিলেন। সুশান্তের মৃত্যু এখনও রহস্য, এখনো তদন্ত জারি রয়েছে।
সম্প্রতি ‘ন্যায় দ্য জাস্টিস’ নামে একটি ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। যা দেখে খুব সহজেই বোঝা যাচ্ছে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে কেন্দ্র করেই ছবিটি বানানো হয়েছে। ট্রেলারে দেখানো হচ্ছে এক অভিনেতার আত্মহত্যার ঘটনা। তার ঘরে টাঙানো আছে সবুজ ওড়না। প্রয়াত সুশান্ত সিং মৃত্যুর পর তার মৃত দেহের ছবি যেভাবে ভাইরাল হয়েছিল,ঠিক সেই রকম একটি দৃশ্য ট্রেলারে ফুটে উঠেছে।
সুশান্তের বোন প্রিয়াঙ্কা সিং এর মতে তার ভাইয়ের মৃত্যুকে কিছু লোক পুঁজি করছে। তিনি অভিযোগ করেছেন, ‘আমাদের পরিবারের সব থেকে আদরের মানুষটি আর নেই। আর কিছু মানুষ সেই ঘটনাকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করছে। একে অমানবিক ছাড়া আর কি বলা যায়! এরাও অপরাধী।’ তিনি টুইটারে ‘ন্যায় দ্য জাস্টিস’-এর পরিচালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান।