আইফার তারিখ পরিবর্তন

‘ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস’ (আইফা)-এর নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। কথা ছিল এবছরের ১৯ মার্চ আলোচিত এই পুরস্কার বিতরণের আয়োজন করা হবে। কিন্তু তা হচ্ছে না। তারিখ পরিবর্তন করলো আয়োজকেরা। ১৯ মার্চের পরিবর্তে ২০ ও ২১ মে হবে এই অনুষ্ঠান।

সংযুক্ত আরব আমিরাতে আবু ধাবির ইয়াস আইল্যান্ডের ইতিহাদ এরিনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ‘আইফা অ্যাওয়ার্ডস’-এর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

করোনা পরিস্থিতির কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছিল। অবশেষে নতুন দিন ঘোষণা করা হলো। সব কিছু ঠিকঠাক থাকলে এবারের ‘ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস’-এর সঞ্চালনার দায়িত্ব থাকবেন বলিউড তারকা সালমান খান।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন