অস্কার ঘোষণায় প্রিয়াঙ্কা এবং নিক্স জনস

বিশ্বে তাক লাগিয়ে দেওয়ার মতো একটি এ্যাওয়ার্ড শো’র মধ্যে সেরা হলো হলিউডের আয়োজিত ‘অস্কার’ এ্যাওয়ার্ড শো। সোমবার ১৫ই মার্চ এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিপূর্বে ২০২১ এর মনোনয়ন যারা পেয়েছেন তারা খুবই আগ্রহ নিয়ে হয়তো অপেক্ষা করছেন ফলাফলের জন্য। কোভিড-১৯ এর উপদ্রবের কারণে এই বার বিশাল আলোড়ন সৃষ্টি করা আয়োজন হয়নি।

জানা গেছে বিলম্ব বছর এবং ২০২১ এর একই সঙ্গে অনুষ্ঠিত হবে এ্যাকাডেমিক পুরষ্কার। এই বার মনোনয়ন ঘোষণা করবেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক্স জনস্। এই দম্পতি বর্তমানে লন্ডনে আছেন। তাদের নিজ বাসগৃহ থেকে সরাসরি উপস্থাপনা করবেন। মনোনয়ন ঘোষণার সময় লন্ডনের সময় ভোর ৫টা ১৯ এবং ভারতের সময়ে বিকাল ৪টা ৪৯ এবং বাংলাদেশ সময়ে বিকাল ৫টা ২৯ (আইএসটি) থেকে শুরু হবে। এ বছর মনোনয়ন দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগে থাকবে অভিনেতা এবং সহায়ক ভূমিকায় যারা আছেন। এছাড়াও পোশাক ডিজাইন, অ্যানিমেটেড শর্ট ফিল্ম, সঙ্গীত, শব্দ রাইটিং, লাইভ অ্যানিমেশন শর্ট ফিল্ম। দ্বিতীয় ভাগে থাকবে সেরা অভিনেতা, অভিনেত্রী, সিনেমাটোগ্রাফি, পরিচালনা, ফিল্ম সম্পাদনা, এবং সেরা ছবি সহ অন্যান্য ক্যাটাগরিতে ১৪টি বিভাগ থাকবে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন