ঢালিউড সিনেমা জগতের আলোচিত প্রযোজক সেলিম খান। করোনার এই সংকটময় সময়ে চলতি বছর ১০০ সিনেমা করার ঘোষণা দিয়েছিলেন তিনি। দুর্যোগ কাটিয়ে উঠার পর চলচ্চিত্র কলা-কুশলীরা যাতে ক্ষতি পুষিয়ে নিতে পারেন। প্রথম পর্যায়ে ২০টি সিনেমার কাজ শুরু হয়।
বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপাকে পড়েছে মানুষ। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে সিনেমা হলও বন্ধ, শুটিংও হচ্ছে না। বিপদে পড়েছেন সল্প আয়ের শিল্পী ও কলা-কুশলীরা।
এবার প্রযোজক সেলিম খান ঈদ উপহার হিসেবে ১০ লক্ষ টাকার সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন।
সেলিম খান জানান, ‘বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির হাতে পাঁচ লাখ এবং চলচ্চিত্র শিল্পী সমিতির হাতে পাঁচ লাখ টাকা দেয়ার পরিকল্পনা করেছি। অলরেডি শিল্পী সমিতিকে পাঁচ লাখ টাকা দিয়ছি। এখন শুধু বাকি আছে পরিচালক সমিতি। সেটা আজকালের মধ্যে পৌঁছে দিবো। দয়া করে এটাকে কেউ অনুদান বলবেন না। এটা সবার জন্য ঈদ উপহার।’