অর্থকষ্টে দিন কাটাচ্ছে প্রয়াত টলিউড ও বলিউড অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের পরিবার।
২০১৬ সালের ১ এপ্রিল নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় প্রত্যুষাকে। তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হলেও এর কারণ জানা যায়নি।
কিন্তু মেয়ের মৃত্যুকে আত্মহত্যা বলে মানতে রাজি হননি প্রত্যুষার বাবা শঙ্কর বন্দ্যোপাধ্যায় ও মা সোমা বন্দ্যোপাধ্যায়। প্রত্যুষাকে খুন করা হয়েছে – এ দাবিতে বিচারের আশায় আদালতে যান তাঁর বাবা। এই ঘটনার পর পাঁচ বছর কেটে গেলেও কোনও সুরাহা হয়নি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শঙ্কর বলেন, “আমার হাতে একটা টাকাও নেই। মেয়ের জন্য সুবিচারের লড়াই লড়তে গিয়ে সব টাকা শেষ হয়ে গিয়েছে। একটা ছোট্ট ঘরে কোনরকমে দিন কাটে। অনেক সময় অভাব ও কেস লড়ার জন্য লোন পর্যন্ত নিতে হয়েছে আমাকে। প্রত্যুষার সঙ্গে আমার সব কিছুই হারিয়ে গিয়েছে। কিন্তু তবুও আমি লড়াই থামাব না। না খেয়ে হলেও মেয়ের জন্য লড়বো।”
‘রক্ত সম্বন্ধ’, ‘বালিকা বধূ’, ‘শশুরাল সিমর কা’, ‘হাম হ্যায় না’-এর মতো বহু বাংলা ও হিন্দি সিরিয়ালে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন প্রত্যুষা। এছাড়াও অংশ নেন বিগবস ৭-এ।