অর্কদীপকে জেতাতে টাকা খাইয়েছে ইমন!

অর্কদীপের হাতে সারেগামাপার ট্রফি- তা মেনে নিতে পারছেন না অনেকে। স্বাভাবিকভাবেই রবিবার রাত থেকেই তারা সোশ্যাল মিডিয়ায় সেই ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকের ধারণা ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য নয় অর্কদীপ। অর্কদীপ ইমনের টিমের প্রতিযোগী। অনেকের মতে নীহারিকা বা অনুষ্কাই সারেগামাপা-এর বিজয়ী হওয়ার দাবিদার। এই নিয়ে অভিযোগ উঠেছে বিচারক ইমন চক্রবর্তীর বিরুদ্ধে।

বিজয়ী অর্কদীপকে নিয়ে ফেসবুক দেয়ালে পোস্ট করাতেই তীব্র নিন্দা জানিয়েছে দর্শক-শ্রোতার একাংশ। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কত টাকার বিনিময়ে বিজয়ীর ট্রফি তুলে দেওয়া হয়েছিল অর্কদীপের হাতে?

১৯ এপ্রিল দুপুরে ফেসবুক লাইভে এসে অভিযোগকারীদের কড়া জবাব দিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। ট্রলারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি কারো হয়ে কথা বলতে আসিনি। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে আমি কিছু বলতে চাই। একটি ছেলে প্রথম হলো তা নিয়ে এতো সমালোচনা কেন? ওর মনের অবস্থাটা ভেবে দেখেছেন? ওখানে যারা বিচারকের আসনে রয়েছেন, তারা প্রত্যেকে পারদর্শী, গান বাজনা শিখে ওখানে বসেছেন। তাদের নিয়ে মন্তব্য করে নিজেদের কোথায় নামাচ্ছেন?’

ইমন আরও বলেন, ‘আপনারা বলছেন আমি টাকা খাইয়েছি? আমার এতো পয়সাই নেই, আমি নিজের জন্য কোনদিন টাকা খাওয়াইনি। টাকা খাওয়ানোর হলে আমি টিমের সবাইকে রাখতাম। কেন এই ধরনের নোংরা নোংরা কমেন্ট করেছেন? কারো গান শুনতে ভালো না লাগলে শুনবেন না। কিন্তু কাউকে এভাবে আক্রমণ করবেন না।’

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন