অযোধ্যার যাত্রা শুরু হয়ে গেছে ভগবানের আর্শীবাদে এখন কাজ শুরু করা হবে

সম্প্রতি আসন্ন নতুন ছবির ‘রাম সেতু’ মহরতের জন্য অযোধ্যা যাবেন অভিনেতা অক্ষয় কুমার এবং এই ছবির পরিচালক অভিষেক শর্মা ও প্রযোজক ডঃ চন্দ্রপ্রকাশ দ্বিবেদ্রী সহ অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ,নুসরত ভরতুচা।

খুব শীঘ্রই অযোধ্যার মাটি স্পর্শ করে সেখানকার আর্শীবাদ নিয়ে ছবির কাজ শুরু করবেন বলে জানিয়েছেন সিনেমার পরিচালক ও প্রযোজক। অভিনেতা অক্ষয় কুমার বৃহস্পতিবার সকালে বিমানবন্দর থেকে তাদের সুন্দর কিছু মুহূর্তের ছবি শেয়ার করে শিরোনামে লিখেছেন, ‘একটি বিশেষ চলচ্চিত্র, একটি বিশেষ শুরু, টিম রামসেতু অযোধ্যাতে মহরতের শটের জন্য যাত্রা শুরু হলো । তাই রওনা হলাম । আপনাদের সকলের কাছ থেকে বিশেষ শুভেচ্ছার প্রয়োজন ”।
ছবিতে অক্ষয় কুমার এবং দু-অভিনেত্রীর সহ কিছু ছবি শেয়ার করেছেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন