অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমার কাজ শুরু হয়েছে। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা এবং অভিনেতা নিরবকে।
মিথিলা টেলিভিশনের ছোট পর্দায় কাজ করেছেন অনেক এবং পাশাপাশি তিনি লেখালেখিও করেন। বই মেলায় তার একটি নতুন বই বের হয়েছে যা সম্পুর্ন নিজের আর মেয়েকে সাথে কাটানো ভ্রমণ নিয়ে। বইটির নাম “আইরা আর মায়ের অভিযান”। প্রথমবারের মতো এ অভিনেত্রী বড় পর্দায় কাজ করতে যাচ্ছেন ।
পরিচালক অনন্য মামুন গত ২৪শে মার্চ তার সোশ্যাল মিডিয়ায় ফেসবুকের মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন,’আজ থেকে শুরু হচ্ছে ‘অমানুষ’ এর কাজ’।