জনপ্রিয় অভিনেতা প্রয়াত ইরফান খানের বড় ছেলে বাবিলের অভিষেক ঘটলো বড় পর্দায়। কিন্তু বড় ছেলেকে পর্দায় দেখে যাওয়ার সৌভাগ্য হলো না ইরফান খানের।
সম্প্রতি অনুষ্কা শর্মার দাদা কর্ণেল শর্মার প্রযোজনা সংস্থায় নির্মিত সিনেমা ‘কালা’। বাবিলের সাথে অভিনয় করতে দেখা যাবে তৃপ্তি ডিমরিকে।
সম্প্রতি বাবিল তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সিনেমার বিভিন্ন মুহুর্তের ভিডিও। বাবিল ভিডিও শেয়ার করে লিখেছেন,’তৃপ্তি ডিমরে ফিরে এসেছে! যদিও ছবিতে আমাকে লঞ্চ হচ্ছে, এরকম বাক্যে বিশ্বাসী আমি নই।দর্শক সিনেমাটি দেখার পর বিচার করবেন সেটা।”
‘কালা’ আসছে তার লড়াইয়ের কাহিনী বলতে। তার মায়ের হৃদয়ে জায়গা করে নেওয়ার লড়াই।
ছবিটির পরিচালনা করছেন অন্বিতা দত্ত। নেটফ্লিক্স অরজিনাল ফিল্ম হিসেবে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। এই সিনেমাতে টলিউডের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকেও দেখা যাবে।