করোনার এই কঠিন সময়ে জনসাধারণের উদ্দেশ্যে অভিনেতা অভিষেক বচ্চন টুইটারে আশা ও ভালোবাসার বার্তা পাঠিয়ে রবিবার একটি টুইট করেছিলেন । অল্প কথায় ভালোবাসা নিয়ে বার্তা ও ভরসা দিয়ে এই তারকা লিখেছেন, ‘সবাইকে ভার্চুয়ালি লম্বা হাগ পাঠালাম।’ তিনি আরও লিখেছিলেন, ‘এই বিপদের সময়ে আমাদের সব থেকে প্রয়োজন ভালোবাসা।’
অভিনেতা অভিষেকের করা এই টুইটে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর অনেকে মুগ্ধ হলেও—কেউ কেউ বিরক্তিও প্রকাশ করেছেন।
এক নারী পাল্টা টুইট করেছেন, ‘এর থেকে বেশি কিছু করলে ভালো করতেন। হাসপাতালে বেড ও অক্সিজেনের অভাবে শ’য়ে শ’য়ে মানুষ মরছে। শুধুমাত্র ভার্চুয়াল হাগে কাজ চলছে না স্যার।’
জনৈক মহিলার করা সেই কথার রিটুইটে জুনিয়ার বচ্চন লেখেন, ‘আমি সাধ্যমতো করছি ম্যাম। আমার ওই কাজ করার ছবিগুলো সোশাল মিডিয়ায় আপলোড করি না মানে আমি কিছু করছি না—তা নয়। আমরা সবাই নিজেদের সাধ্যমতো যতটা পারছি পাশে থাকার চেষ্টা করছি। বর্তমান সময় অত্যন্ত কঠিন তাই ভাবলাম এই সময়ে খানিকটা ভালোবাসা আর ভরসা জোগালে হয়তো ভালো হবে, সেই থেকেই এই টুইট।’