বাকি বলিউড তারকাদের মতো এবার অজয় দেবগানেরও ওটিটি মাধ্যমে অভিষেক হচ্ছে। ‘রুদ্র দ্য এজ অব ডার্কনেস’ সিরিজটির শুট শুরু হবে জুলাইতে। সিরিজটি ব্রিটিশ শো ‘লুথার’-এর অফিশিয়াল রিমেক। রাজেশ ম্যাপুস্করের পরিচালনায় এই ছবি এ বছরের শেষ দিকে প্রিমিয়ার হবে।
বলিউড হাঙ্গামার খবর, ওটিটি প্লাটফর্মের জন্য নির্মিত এই সিরিজে অভিনয় বাবদ মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন অজয়। ‘রুদ্র দ্য এজ অব ডার্কনেস’ সিরিজটির জন্য তিনি নিচ্ছেন ১২৫ কোটি রুপি যা বাংলাদেশি টাকায় ১৪০ কোটি টাকা।
‘তানহাজি – দ্য আনসাং ওয়ারিয়র’ -এর ব্যাপক সাফল্যের পর এই লিমিটেড এপিসোড সিরিজের জন্য ১২৫ কোটি রুপি দাবি করেছেন অজয়। এখন পর্যন্ত ওটিটি প্লাটফর্মে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত বলিউড অভিনেতা হিসেবে রয়েছেন হৃতিক রোশন ও অক্ষয় কুমার। আর এই তালিকায় এবার নাম লেখালেন অজয় দেবগান।
স্টার নেটওয়ার্কের সঙ্গে এই চুক্তি হয়েছে অজয় দেবগানের, যেখানে কিছু প্রচারণামূলক তৎপরতাও যুক্ত, যেমন- প্রোমো শুট, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট, রিয়েলিটি শোতে উপস্থিতি ইত্যাদি।