‘অভিলাষা অনেক বড় মনের মানুষ ছিলেন’

বলিউডে ফের শোকের ছায়া। হিন্দি ও মারাঠি ছবির অভিনেত্রী অভিলাষা পাতিল ৪ মে কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন। অভিনেত্রীর বয়স ছিল মাত্র ৩৯ বছর। মুম্বাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় এই অভিনেত্রী। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অভিনীত ‘ছিচোড়ে’ সিনেমাতে অভিনয় করেছিলেন অভিলাষা। অভিনেতা সন্জয় কুলকার্নি তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

বেশকিছু দিন আগে শুটিংয়ে অংশগ্রহণ করতে অভিলাষা উত্তর প্রদেশের বেনারসে যান। সেখান থেকে মুম্বাই ফেরার পর তার শারীরিক সমস্যা দেখা যায়। কোভিড উপসর্গ থাকায় অভিনেত্রী করোনা টেস্ট করান। টেস্টের ফলাফল পজিটিভ ধরা পরে।

অভিনেতা সন্জয় কুলকার্নি বলেন, ‘অভিলাষার করোনায় আক্রান্ত হওয়ার খবর পেয়ে আমি তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। কিন্তু তার দুটো নাম্বারই বন্ধ ছিল। আমি শুনেছি যে অভিলাষার শারীরিক অবস্থা খুবই খারাপ। রাত সাড়ে আটটা নাগাদ খবর পাই, অভিলাষা আর নেই। খুবই হতাশাজনক ঘটনা। বলিউড ও মারাঠি চলচ্চিত্রকে তার অনেক কিছু দেওয়ার ছিল। অভিলাষা অনেক বড় মনের মানুষ এবং অত্যন্ত পরিশ্রমী অভিনেত্রী ছিলেন। তার অঁকাল মৃত্যুতে আমাদের ইন্ডাস্ট্রির অনেক বড় ক্ষতি হয়ে গেল।’

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন