অভিনয়ে ফিরলেন পরীমনি

প্রায় দেড় মাসের বিরতির পর অভিনয়ে ফিরেছেন ঢালিউড তারকা পরীমনি।

৭ ও ৮ সেপ্টেম্বর ইফতেখার শুভর ‘মুখোশ’ চলচ্চিত্রের ডাবিং করেন পরীমনি। তিনি বলেন, “আবার কাজে ফিরতে পেরে আমি খুশি। দেশের মানুষ আমাকে চলচ্চিত্রের জন্য ভালোবেসেছে। তাদের সেই ভালোবাসার প্রতিদান আমি চলচ্চিত্রের মাধ্যমে দিতে চাই। নিয়মিত কাজ করে যেতে চাই। ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাই আমার শক্তি, সাহস ও প্রেরণার উৎস, তাদের কারণেই আমাকে এগিয়ে যেতে হবে।“

পরীমনিকে কাজে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন পরিচালক শুভ। তিনি বলেন, “আমাদের সবারই উচিত হবে তার কর্মপরিবেশ নিশ্চিত করা। তার ওপর দিয়ে যে মানসিক নির্যাতনের ঝড় বয়ে গেছে, তা কাজের মাধ্যমে কাটিয়ে উঠতে তাঁকে সহযোগিতা করা। আত্মবিশ্বাসী পরীমনিকে আবারও চলচ্চিত্রে নিয়মিত দেখতে পাওয়াটা আমাদের জন্য আরও বেশি স্বস্তির ও আনন্দের হবে।“

এছাড়াও রাশিদ পলাশের পরিচালনায় ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের বাকি শুটিং শেষ করবেন পরীমনি। চিত্রনাট্যকার গোলাম রাব্বানী বলেন, “ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা এবং প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার। এই চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুতির দরকার আছে। তাঁকে মানসিকভাবে প্রস্তুতির জন্য সময় দিচ্ছি আমরা। আগামী ২৪ অক্টোবর পরীর জন্মদিন। আমরা পরিকল্পনা করেছি তারপরই শুটে যাব।“

তবে শোনা যাচ্ছে, গিয়াস উদ্দিন সেলিমের চলচ্চিত্র ‘গুনিন’ দিয়ে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহেই শুটিংয়ে ফিরতে পারেন পরীমনি। শিডিউল জটিলতায় নুসরাত ফারিয়ার সরে দাঁড়ানো আর শরিফুল রাজের দুর্ঘটনার কারণে শুটিং পিছিয়ে যাওয়ায় এই সুযোগ এসেছে পরীমনির সামনে। তবে এই বিষয়ে চূড়ান্ত কিছু এখনও জানাননি পরীমনি ও সেলিম। এর আগে সেলিমের ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রে পরীমনি কাজ করেছেন।

সর্বশেষ ২৯ মে ‘মুখোশ’ চলচ্চিত্রের শুটিং শেষ করেন পরীমনি। বর্তমানে তার হাতে আছে চয়নিকা চৌধুরীর ওয়েব ফিল্ম ‘অন্তরালে’ এবং সঞ্জয় সমাদ্দারের চলচ্চিত্র ‘বায়োপিক’।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন