অভিনেত্রী কোয়েল মল্লিক জানালেন নিয়ম না মানলেই বিপদ

অভিনেত্রী কোয়েল মল্লিক সিনেমা জগত থেকে প্রায়ই নিজেকে সরিয়ে নিয়েছিলেন। তবে শীঘ্রই টলিউডে আবার ফিরছেন এই অভিনেত্রী। বিয়ে, তারপর সন্তান সবকিছু নিয়ে ভালো আছেন এই অভিনেত্রী। সংসার জীবনও কাটছে তার অনেক সুখের। সোশ্যাল মিডিয়ায় তিনি নিয়মিত আপডেট দিয়ে থাকেন।

সম্প্রতি অভিনেত্রী ইনস্টাগ্রামে তার আসন্ন নতুন ছবির “ফ্লাইওভার” এর পোস্টার শেয়ার করছেন এবং শিরোনাম লিখেছেন, ‘নিয়ম না মানলেই বিপদ’।

এই সিনেমায় তাকে একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। ছবিটি সম্পুর্ন থ্রিলার পটভূমির উপর নির্মাণ করা হয়েছে। সিনেমাটির পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়।

“ফ্লাইওভার” একটি রহস্যময় ছবি। যেখান একটি খুনের রহস্য বের করা থেকে শুরু । অভিনেত্রী কোয়েল মল্লিক ছাড়াও এই সিনেমায় কৌশিক রায়সহ আরও অনেকেই অভিনয় করেছেন এবং সঙ্গীতে অনুপম রায়।
অভিনেত্রী কোয়েল মল্লিক এর আগেও এ ধরনের থ্রিলার সিনেমায় অভিনয় করেছেন। গত বছর পূজায় ‘রক্ত রহস্য ‘ সিনেমায় তিনি দারুণ অভিনয় করেন।

‘ফ্লাইওভার ‘ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ২ এপ্রিল।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন